শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

দেশে বর্তমানে কোনো বিশৃঙ্খলা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বাংলাদেশে তালেবানও নেই। জঙ্গিও নেই। কিছু অরাজকতা সৃষ্টিকারী সন্ত্রাসী বাহিনী আছে। কিন্তু তাদের কোনো ক্ষমতা নেই। বিভিন্ন বাহিনীর নামে আত্মপ্রকাশ করে থাকে তারা।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে সাভারের আশুলিয়ার বাইশমাইল এলাকায় একশত আলী সুপার মার্কেটের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান বলেন, বর্তমানে বাংলাদেশ শান্তিময় দেশ। দেশে কোনো বিশৃঙ্খলা নেই। বর্তমানে শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ।

তালেবান বিভিন্ন পরাশক্তির হাত ধরে ক্ষমতায় এসেছে। বাংলাদেশ থেকে কাবুল অনেক দূরে, তাই বাংলাদেশে এর কোনো প্রভাব নেই বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশে তালেবানও নেই। জঙ্গিও নেই। কিছু অরাজকতা সৃষ্টিকারী সন্ত্রাসী বাহিনী আছে। কিন্তু তাদের কোনো ক্ষমতা নেই। বিভিন্ন বাহিনীর নামে আত্মপ্রকাশ করে থাকে তারা।

সাভারের আশুলিয়ার বাইশমাইল এলাকায় একশত আলী সুপার মার্কেট উদ্বোধনকালে তিনি বলেন, বর্তমানে শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ