শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে, মন্ত্রীকে জানিয়েছেন পরিবহন নেতারা

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি তেলের দাম না কমালে চলমান পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছে ট্রাক শ্রমিক-মালিক ফেডারেশন । আজ শনিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করার পর তাঁরা এমনটি জানিয়েছেন । ট্রাক শ্রমিক-মালিক ফেডারেশনের অতিরিক্ত মহাসচিব আব্দুল মোতালেব বলেছেন, `আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার করা হবে না । এটা মন্ত্রীকে আমরা জানিয়েছি ।

মন্ত্রী আমাদের বলছেন, এটা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে আজকে যেকোনো সময় আমাদের আবার ডাকবেন । আমরা এখন সেই অপেক্ষায় আছি, তার আগ পর্যন্ত ধর্মঘট চলবে।’ আবদুল মোতালেব আরও বলেছেন, `আমরা মন্ত্রীকে বলেছি, জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে । একই সঙ্গে বিভিন্ন সেতুর বাড়তি টোলও কমাতে হবে ।

এর আগে বুধবার (৩ নভেম্বর) ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের মূল্য প্রতি লিটার ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। অর্থাৎ প্রতি লিটারে দাম বেড়েছে ১৫ টাকা । এর পরিপ্রেক্ষিতে সারা দেশে চলছে পরিবহন ধর্মঘট ।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ