শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

তিন সূরা মুখস্ত করেই পীর, হাতালেন কোটি টাকা

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার আব্দুল মুত্তালিব চিশতি । যিনি গোটা জীবনে মাত্র তিনটি সূরা মুখস্ত করে পীর সেজে কোটি কোটি টাকা হাতিয়েছেন। পুলিশের হাতে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন ভুয়া পীর সেজে প্রতারণার কৌশল।

পুলিশ জানায়, আব্দুল মুত্তালিব চিশতি নামের এই ‘পীরকে’ গত সোমবার বিকালে মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের একটি দল রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে গ্রেপ্তার করে।

মঙ্গলবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মশিউর রহমান সাংবাদিকদের বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে পীরবাদ ও রাজনৈতিক পদবি ব্যবহার করে বিভিন্ন মন্ত্রনালয়ে মাস্টাররোলে চাকরি দেওয়া, রাজউকের বিভিন্ন প্রকল্পে নির্মাণাধীন ফ্ল্যাট স্বল্পমূল্যে বরাদ্দ দেওয়ার অনেক অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার চিশতি দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভার প্রার্থীদেরকে নৌকা প্রতীক বরাদ্দ পাইয়ে দেয়ার নাম করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগও জানতে পেরেছে গোয়েন্দা পুলিশ।

এমন সব প্রতারণার জন্য মানুষের বিশ্বাস অর্জনে মুত্তালিব পীরবাদকে বেছে নেন চিশতি।
যেভাবে প্রতারণা

পুলিশ জানায়, “চিশতির বাসায় সপ্তাহান্তে জিকিরের হিড়িক পড়ে। তখন কাফনের সাদা কাপড় পরে তিনি চোখ বন্ধ করে বয়ান করেন আর লম্বা মোনাজাত ধরেন। ভক্তরা আবেগে অশ্রু বিসর্জন দিতে শুরু করলে আব্দুল মুত্তালিব কখনও কখনও চোখ খুলে সন্ধান করেন শিকারের, কাকে টার্গেট বানানো যায়।

“পবিত্র কোরআনের সর্বসাকুল্যে তিনটি সুরা জানা এই অজ্ঞ-মূর্খ আব্দুল মুত্তালিবের জন্য পীরবাদ, চিশতিয়া ত্বরিকা যৌন হয়রানি আর ব্যবসার একটা কৌশলমাত্র।”

জিজ্ঞাসাবাদকারী বলছেন, “ধান্দাবাজি আর প্রতারণায় রাজনীতিকে ব্যবহার করার দৌড়েও বেশ এগিয়ে এ ভন্ড পীর। ইতোমধ্যে একটি চক্রকে নিয়ে উনি বানিয়েছেন আওয়ামী নির্মাণ শ্রমিক লীগ, বাগিয়ে নিয়েছেন সিনিয়র সহসভাপতি পোস্ট। এই পদবী ব্যবহার করে বিভিন্ন পুরুষ এবং মহিলা আওয়ামী লীগ নেতাদের সাথে তুলেছেন সেলফি ও ছবি।

“তাদেরকে দিয়ে সুপারিশ করিয়ে বিভিন্ন সময়ে প্রবেশ করেছেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষ করে শিক্ষা, ভূমি, গৃহায়ণ ও গণপূর্ত এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে। মূলত যে সমস্ত মন্ত্রণালয় সমগ্র দেশব্যাপী ব্যাপক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে সে সমস্ত মন্ত্রণালয়গুলোতে আনাগোনা করে কখনও মন্ত্রী, কখনও সিনিয়র কর্মকর্তাদের সাথে ছবি তুলেছেন তিনি।”

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ