শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ঢাকা থেকে গ্রেপ্তার শাবির সাবেক ৫ শিক্ষার্থীর জামিন

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক পাঁচ জন শিক্ষার্থী জামিন পেয়েছেন। উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের আন্দোলনে অর্থ সহায়তা দেওয়ায় ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করেছিল পুলিশ।

আজ বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুমন ভুইয়ার আদালতে শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করা হয় বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) খোকন চন্দ্র সরকার ও আইনজীবী কানন আলম।

সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাতের মধ্যে ঢাকার বিভিন্ন জায়গা থেকে হাবিবুর রহমান খান (২৬), রেজা নুর মুইন (৩১), এ এফ এম নাজমুল সাকিব (৩২), একেএম মারুফ হোসেন (২৭) ও ফয়সাল আহমেদ (২৭) কে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) তাদেরকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেদিন রাতে জালালাবাদ থানায় তাদের বিরুদ্ধে মামলা করেন সিলেট শহরের আম্বরখানার বাসিন্দা সুজাত আহমেদ লায়েক। মামলায় আটক ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়। সুজাত আহমেদ লায়েক সিলেট জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক।

এদের মধ্যে করোনা আক্রান্ত নাজমুস সাকিবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন সিলেটের শামসুদ্দিন হাসপাতালে ভর্তি আছেন।

প্রাক্তন শিক্ষার্থীদের গ্রেপ্তারের কারণ সম্পর্কে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ গণমাধ্যমকে বলেছিলেন, ‘অর্থের জোগানদাতা হিসেবে তারা অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত হয়েছিলেন। তারা শান্তিপূর্ণ আন্দোলনকে উস্কানি দিয়ে অশান্ত এবং অন্যদিকে প্রবাহিত করছিলেন।’

তিনি আরও বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে ঢাকায় অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাদের আটক করে পরে সিলেট মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করেছে।’

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ