শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, ‘ঘাতক’ গাড়ি শনাক্ত হয়নি

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মতিঝিল ও বিমানবন্দর সড়কে গাড়ি চাপায় প্রাণ গেছে দুজনের। রোববার পৃথক দুর্ঘটনায় তারা প্রাণ হারান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। তবে ওই দুজনের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট গাড়ি দুটি পুলিশ শনাক্ত করতে পারেনি।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায, বিমানবন্দর সড়কে গাড়ির চাপায় এক ব্যাক্তি নিহত হয়েছেন। তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬০ বছর।

মরদেহ উদ্ধারকারী বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ জাহাঙ্গীর আলম বলেন, রোববার সকালে এক নম্বর সেক্টরের ১১ নম্বর রোড সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চাপায় ঘটনাস্থলে প্রান হারান ওই ব্যক্তি। গাড়িটি চিহ্নিত করা যায়নি বলে জানান ওই উপ-পরিদর্শক।

ঘটনাস্থলের আশপাশের লোকজনের বরাত দিয়ে তিনি বলেন, ‘এই লোকটি ভাসমান। সড়কের পাশে ফুটপাতে রাত কাটাতো। এক নম্বর সেক্টরসহ আশপাশের এলাকায় ঘোরাফেরা করতো।

ঘটনাস্থল মতিঝিল

রাজধানীর মতিঝিলে ট্রাকের ধাক্কায় এক রিকশা চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন রিকশার দুজন যাত্রী।
রোববার ভোর সাড়ে পাঁচটায় সময় মতিঝিল শাপলা চত্বর মেইন রোডে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ রিকশার চালক ও দুই আরোহীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক চালক কালাই খানকে (৩৫) মৃত ঘোষণা করেন। আহত ইয়াসিন (১৩) ও আরাফাত (১০) চিকিৎসাধীন রয়েছে।

মতিঝিল থানার উপ-পরিদর্শক এসআই ইসমাইল হোসেন বলেন, লহ্মীবাজার থেকে রিকশা চালক ওই দুই যাত্রী নিয়ে কমলাপুর যাওয়ার পথে মতিঝিলে দ্রুতগামী ট্রাক রিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। নিহত রিকশা চালক কালাই শরীয়তপুর জেলার জাজিরা থানার পালেরচর গ্রামের হালেম খানের ছেলে। কামরাঙ্গীরচর এলাকায় থাকতেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ