শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ঢাকায় তিন বোন নিখোঁজ, সন্দেহে টিকটকচক্র

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর আদাবর এলাকা থেকে তিন বোন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে আদাবরে খালার বাসা থেকে বের হওয়ার পর থেকে তাদের পাওয়া যাচ্ছে না। এমন অভিযোগ এনে তাদের পরিবারের পক্ষ থেকে আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ তিন বোনই টিকটক করতো বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।

জিডির পর সম্ভাব্য কিছু সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে পুলিশ বলছে, তিন বোন ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়েছে। তবে তারা কোথায় গেছে, কেন গেছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মৃত্যুঞ্জয় দে জানান, ‘পুলিশ নিখোঁজদের সন্ধান পেতে চেষ্টা চালাচ্ছে।’ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আগাচ্ছে পুলিশ- বলেন মৃত্যুঞ্জয়।

জিডিতে বলা হয়েছে, ‘তিন বোনের বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে। তাদের মধ্যে দুজন এসএসসি পরীক্ষার্থী।বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তারা বাড়ি থেকে বের হয়। তারপর থেকে নিখোঁজ।’

নিখোঁজ তিন বোনের খালা সাজিয়া নওরীন বলেন, তিনজনই তার বড় বোনের মেয়ে। তিন বছর আগে তার বড় বোন মারা যান। বড় বোনের স্বামী আবার বিয়ে করেন। ওই তিন বোন খিলগাঁওয়ে তাদের আরেক খালার বাসায় থাকে। তবে এসএসসি পরীক্ষার্থী দুই বোনের পরীক্ষাকেন্দ্র ধানমন্ডি গার্লস হাইস্কুল হওয়ায় তারা সবাই তার আদাবরের বাসায় অবস্থান করছিল।

সাজিয়া পুলিশকে বলেছেন, হঠাৎ তিন বোন তার বাসা থেকে বের হয়ে যায়। তারা সঙ্গে করে তাদের বই-খাতা, পরীক্ষার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ডসহ সবকিছু নিয়ে গেছে। কারও প্ররোচনায় তারা এমনটি করেছে বলে ধারণা করছেন তিনি। তিন বোনই টিকটক করত বলে জানান সাজিয়া।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ