শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

আদালতে মালখানায় বিস্ফোরণ, নিহত ১

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহ আদালতের মালখানায় বিস্ফোরণ ঘটেছে। এতে একজন নিহতের খবর পাওয়া গেছে। পুলিশসহ অন্তত ৪ জন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও আদালত সূত্র জানিয়েছে, ঝিনাইদহে আদালতের মালখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শফিকুুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। দুপুরে মালখানার ভিতরে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম জানান, জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানার ভিতর ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন মিস্ত্রিরা। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে এক পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হন। তাদের সদর হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাস্থলে দায়িত্বে থাকা পুলিশ সদস্য রিয়াজ জানান, অনুপম নামের এক পুলিশ সদস্য ঘটনাস্থলের পাশে পানি খাচ্ছিলেন। এ সময় বিকট শব্দে ভেতরে বিস্ফোরণ হয়। এ সময় জানালার কাচ ভেঙে ছুটে এসে অনুপমের মুখে ও বুকে লাগে।

আদালতের রাষ্ট্রপক্ষের কৌশলী ইসমাইল হোসেন জানান, চারজন শ্রমিক আদালতের মালখানায় কাজ করছিলেন। এখানে ওয়েল্ডিং মেশিনের বিস্ফোরণ হয়। এতে এক শ্রমিকের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা শামিমুল ইসলাম জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি। এরপর সেখান থেকে আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়েছি। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা তিনি বলতে পারেননি।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, ওই ভবনে সকাল থেকে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। দুপুর দেড়টার দিকে হঠাৎ একটি মেশিন বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে চার শ্রমিক আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ