শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

চট্টগ্রামে মান্নান ফ্লাইওভারে পিলারে ফাটল

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের এম এ মান্নান ফ্লাইওভারে আরাকান সড়কমুখী র‌্যাম্পের একটি পিলারে ফাটল দেখা দিয়েছে । এ কারণে সোমবার রাত ১০টা থেকে ফ্লাইওভারের আরাকান সড়কমুখী র‌্যাম্পে যানবাহন চলাচল বন্ধ করে দেয় পুলিশ । চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুর রহমান বলেন, ‘আমরা বিষয়টি ফেসবুকের একটি পোস্টের মাধ্যমে জেনেছি । পরে ঘটনাস্থলে গিয়ে ফাটল দেখতে পাই । তাই নিরাপত্তার জন্য র‌্যাম্প দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছি ।

তিনি জানান, মূল ফ্লাইওভারটি নগরের শুলকবহর থেকে বহদ্দারহাট এক কিলোমিটার এলাকা পর্যন্ত। সেদিকে কোনো সমস্যা না থাকায় ওই অংশে যান চলাচল করছে । চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী গাড়িগুলো এই ফ্লাইওভার ব্যবহার করেই চলাচল করছে । এর আগে ‘প্রাণের চট্টগ্রাম’ নামে একটি ফেসবুক গ্রুপে মুহাম্মদ মহিউদ্দীন নামে এক ব্যক্তি ফাটলের বিষয়টি জানিয়ে পোস্ট করেন ।

পোস্টে তিনি লেখেন, ‘বহদ্দারহাট ফ্লাইওভারের একটি কলাম এ ফাটল দেখা যাচ্ছে । এই ফ্লাইওভার আগেও অনেক প্রাণের ইতি ঘটিয়েছে । এমনিতেই এই শহরে সাধারণ মানুষের জীবনের দাম কমে এসেছে । তাই বড় দুর্ঘটনা সংগঠিত হওয়ার আগে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ