শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

খন্দকার মোশাররফের এপিএস ফোয়াদ গ্রেপ্তার

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
সাবেক স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বহিষ্কৃত এপিএস এইচ এম ফোয়াদকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুই হাজার কোটি টাকার পাচারের অভাযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে ফরিদপুর জেলা পুলিশ।

ফরিদপুরের পুলিশ সুপার মো.আলিমুজ্জামান জানান, মঙ্গলবার রাতে ঢাকা থেকে এইচ এম ফোয়াদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আত্মগোপনে ছিলেন। এর আগে তাকে গ্রেপ্তার করতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছিল পুলিশ।

জানা গেছে, ফরিদপুরের সহোদর রুবেল ও বরকতের দুই হাজার কোটি টাকা পাচার মামলায় ফুয়াদের সংশ্লিষ্টতা পাওয়ায় দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন এইচ এম ফোয়াদ। তাকে গ্রেপ্তার করতে বিভিন্ন সময় পুলিশের অভিযান ব্যর্থ হয়েছে বলেও জানা গেছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, ফোয়াদের বিরুদ্ধে ফরিদপুরে কমপক্ষে ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে মামলা দুই হাজার কোটি টাকা পাচার ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে ভাঙচুরের ঘটনা সবচেয়ে আলোচিত।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ