শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

কিশোরগঞ্জে ফুল দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৯

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু-গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কিশোরগঞ্জ-২ আসনের এমপি নূর মোহাম্মদ ও সাবেক এমপি এড. সোহরাব উদ্দিনের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। এতে ইট-পাটকেলের আঘাতে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি সোহরাব উদ্দিন দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা পরিষদ এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে যান। এ সময় কিশোরগঞ্জ-২ আসনের বর্তমান এমপি নূর মোহাম্মদের সমর্থকরা লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা করে। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়। পরে পুলিশ টিয়ারসেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে দুপুর ১২টার দিকে পাকুন্দিয়া-মির্জাপুর সড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান গণমাধ্যমকে জানান, ফুল দেওয়াকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক এমপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৯ জন আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের এক পর্যায়ে উত্তেজিত জনতা বাসে আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২ রাউন্ড টিয়ার গ্যাস ছুঁড়ে । বর্তমানে পরিস্থিতি শান্ত আছে বলে জানান ওসি।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ