শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

প্রতিবন্ধী শিশুকে ‘ডেকে নিয়ে’ জবাই করে হত্যা

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর লালবাগ এলাকায় ‘বাসা থেকে ডেকে নিয়ে’ মোঃ হাফেজ (১১) নামে বাক প্রতিবন্ধী এক শিশুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে একটি ৫ তলা বাড়ির ছাদের বাথরুম থেকে তার জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে ওই কিশােরের বাবা হত্যা মামলা করেছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় স্থানীয় কয়েক কিশোরকে আটক করা হয়েছে। কেন তাকে জবাই করে, কুপিয়ে হত্যা করা হয়েছে- তা জানতে আটক সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে শনিবার ভোরে ওই শিশুর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। ময়নাতদন্ত শেষে বিকেলে মরদেহ নিয়ে গেছেন স্বজনরা।

লাশ উদ্ধারকারী লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) শেখ ফিরোজ জানান, ‘খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে লালবাগের ডুরী আঙুরী লেনের এনামুল হকের বাড়ির ছাদ থেকে মরদেহ উদ্ধার করা হয়। ছাদের বাথরুমের ভেতর রক্তাক্ত অবস্থায় পড়েছিল মরদেহ। গলায়, ঘাড়ে ও পেটে ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে।’

তিনি জানান, ঘটনাস্থল থেকে পাটের রশি ও রক্তমাখা বস্তা, চিপসের প্যাকেটসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই শিশুকে রশি দিয়ে বেঁধে জবাই করা হয়েছে।

লাশের সুরতহাল রিপোর্টে পুলিশ উল্লেখ করেছে, ঘাড়, গলা, পেটেসহ মৃতদেহের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের জখম রয়েছে। গলা জবাইয়ের মতো কাটা হয়েছে।

সুরতহাল প্রস্তুকারী এসআই বলেন, ‌শিশুটি ঘটনাস্থলেই মারা গেছে এবং ঘাতকরা মৃত্যু নিশ্চিত হয়ে পালিয়ে গেছে বলে তার ধারণা।

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মোঃ হারুন শেখ-ডালিম বেগম দম্পতিরছেলে হাফেজ। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছোট। পরিবারের সাথে থাকতো লালবাগের ডুরি আঙ্গুল লেন এলাকার ভাড়া বাসায়। হাফেজের বাবা রিকশা চালক।

হাফেজ ভ্রাম্যমাণ হকার ছিল। নিউমার্কেট সিগন্যালে থামা যানবাহনের যাত্রীদের কাছে পাতিল মাজার সরঞ্জাম বিক্রি করত। হাফেজ তোঁতলিয়ে কথা বলতো। কথা বলার সময় ‘প্যা.. প্যা’ শব্দ করতো। এজন্য তাকে ‘প্যাপ্যা’ বলেই ডাকতো এলাকার কিশোর বা সমবয়সীরা। এতে ক্ষ্যাপতো হাফেজ।

‘যারা হত্যা করেছে, তারা একই এলাকার বাসিন্দা’

ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিহতের ভগ্নিপতি মোঃ বিশাল জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকে হাফেজকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর রাতে তার সন্ধান পাইনি। শনিবার ভোরে পুলিশের মাধ্যমে সংবাদ পেয়ে গিয়ে দেখি হাফেজকে খুন করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা যতটুকু জানতে পেরেছি, এলাকায় ৫/৬ জন কিশোর তাকে ডেকে নিয়ে যায়। এরপর এলাকার একটি বাড়ির ছাদে নিয়ো গলা কেটে হত্যা করে।

তবে কি কারনে, কেন তাকে এভাবে হত্যা করা হয়ে থাকতে পারে, সে ব্যাপারে তার স্বজনরা কিছুই জানতে পারেননি।

তিনি বলেন, ‘যতটুকু শুনেছি, যারা তাকে হত্যা করেছে তারা একই এলাকার বাসিন্দা।’

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ