শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

করোনার টিকা পেলেন নারী ফুটবলাররা

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের টিকা এতদিনও নেয়া ছিল না বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ও বিভিন্ন পর্যায়ের নারী বয়সভিত্তিক দলের সদস্যদের। অবশেষে তাদের জন্য টিকার ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সব মিলিয়ে ৫৮ ফুটবলার করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) নারী খেলোয়াড়দের টিকা কার্যক্রম পরিচালিত হয়েছে ঢাকার দুটি হাসপাতালে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাফুফে।

৪৭ জন টিকা নিয়েছেন ৫০০ শয্যাবিশিষ্ট কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। বাকি ১১ জনকে টিকা দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে। আগামী মার্চ মাসের ১ তারিখে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন এই ফুটবলাররা।আগামী মার্চে রয়েছে সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপ। আসরটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ভারতে। এরপর এশিয়ান ফুটবল কনফেডারেশন কর্তৃক আয়োজিত প্রতিযোগিতাতেও খেলতে হবে বাংলাদেশকে। যেহেতু অনেক দেশেই করোনাভাইরাসের দুই ডোজ টিকা দেয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে, তাই টিকা নেয়া ছাড়া সফরে যাওয়ার অনুমতি পাওয়ার সুযোগ এখন আর নেই বললেই চলে। তাই টনক নড়েছে বাফুফের।

এর আগে বেশ কয়েক জন খেলোয়াড়ের করোনাভাইরাসের টিকা না নেয়া থাকায় বাতিল হয়ে যায় বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলের ইন্দোনেশিয়া সফর। গত জানুয়ারি মাসের শেষদিকে সেখানে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা ছিল লাল-সবুজ জার্সিধারীদের। কিন্তু ইন্দোনেশিয়ায় প্রবেশ করতে দুই ডোজ টিকা নেয়া বাধ্যতামূলক হওয়ায় ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়নি।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ