শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

করোনা : আরও ১০২ জনের মৃত্যু

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০২ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। এই সময়ের মধ্যে ৩৪ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে দেশে ৪ হাজার ৬৯৮ জনের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়েছে।

গত এক দিনে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্ত রোগীর হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৭৭ শতাংশ। আগের দিন এই হার ১৪ দশমিক ৭৬ শতাংশ ছিল।

সব মিলিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৪ লাখ ৮২ হাজার ৬২৮ জন কোভিড রোগী শনাক্ত হল; তাদের মধ্যে মৃত্যু হয়েছে মোট ২৫ হাজার ৭২৯ জনের।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় দেশে ৪ হাজার ৯৬৬ জন নতুন রোগী শনাক্তের কথা জানিয়েছিল। আর মৃত্যু হয়েছিল ১১৪ জনের। সেই হিসেবে এক দিনে শনাক্ত রোগী আর মৃত্যুর সংখ্যা দুটোই কমেছে।

গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ২ হাজার ৬০১ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে যা দিনের মোট আক্রান্তের অর্ধেকের বেশি। আগের দিন এ বিভাগে ২ হাজার ৭২৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।

যে ১০২ জন গত এক দিনে মারা গেছেন, তাদের ৩৭ জনই ছিলেন ঢাকা বিভাগের। চট্টগ্রাম বিভাগে ২৪ জনের মৃত্যু হয়েছে।

সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন আরও ৮ হাজার ৩১৪ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৩ লাখ ৯৭ হাজার ৮৮৫ জন সুস্থ হয়ে উঠলেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ