শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

কন্ঠশিল্পী মিলার বিরুদ্ধে অভিযোগ গঠন

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
অ্যাসিড হামলার অভিযোগে দায়ের করা মামলায় সংগীতশিল্পী মিলা ও তার সহকারী পিটার কিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ঢাকার অ্যাসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভুঁইয়া আজ রোববার অভিযোগ গঠনের আদেশ দেন।

ঢাকার অ্যাসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আমিনুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে মামলার বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান বলেন, এ মামলায় আদালত অভিযোগ গঠন করেছেন। এখন মামলার সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শুরু হবে।

আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, অভিযোগ গঠনের শুনানির সময় মিলা ও পিটার কিম আদালতে হাজির ছিলেন । দুজনই আদালতের কাছে নিজেদের নির্দোষ বলে দাবি করে ন্যায়বিচার চান।

প্রসঙ্গত, অ্যাসিড হামলার অভিযোগে মিলার বিরুদ্ধে ২০১৯ সালের ৪ জুন মামলা করেন তার সাবেক স্বামী এস এম পারভেজ সানজারির বাবা এস এম নাসির উদ্দিন। মামলায় মিলার সহকারী পিটার কিমকেও আসামি করা হয়। মামলাটি তদন্ত করে গত বছরের ৩০ ডিসেম্বর মিলা ও কিমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

মিলার সাবেক স্বামী পারভেজ ২০১৯ সালের ২ জুন দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন। ওই দিন রাত আটটার দিকে রাজধানী উত্তরার ৩ নম্বর সেক্টরে তার শরীরে অ্যাসিড ছুড়ে মারার ওই ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ওই সময় জানিয়েছিলেন, পারভেজ মোটরসাইকেল চালানোর সময় তাঁকে অ্যাসিড ছোড়া হয়। এতে তার হাত ও পা পুড়ে যায়। তাঁর শরীরের ৮ থেকে ১০ শতাংশ পুড়ে যায়।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ