শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

এমন কোন কথাই আমি বলিনি: কৃষিমন্ত্রী

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের মানুষ ভাত বেশি খায় বলে চালের সংকট- বিভিন্ন গণমাধ্যমে তার বরাত দিয়ে আসা বক্তব্য সঠিক নয় বলে জানিয়েছেন ।কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক । তিনি বলেন, এমন কোনো কথাই তিনি বলেননি ।

শুক্রবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির এক সেমিনারে মন্ত্রী এমন কথা বলেন। সেমিনারের বিষয় ছিল ’বিশ্ব জলবায়ু সম্মেলন ২০২১: বাংলাদেশে প্রত্যাশা’। চালের সংকট কমাতে কৃষিমন্ত্রী দেশের মানুষকে ভাত কম খাওয়ার পরামর্শ দিয়েছেন জানিয়ে সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ ধরনের তথ্য ছড়িয়ে পড়ে ।

এরপর মঙ্গলবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো মন্ত্রণালয়ের বিবৃতিতে কৃষিমন্ত্রীর বক্তব্যকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে বলে দাবি করা হয় । সেখানে কৃষিমন্ত্রী দাবি করেন, ভাত কম খেতে বলেননি তিনি । এরও তিন দিন পর সেনিমারে মন্ত্রী বলেছেন, ‘এ ধরনের কথা আমি কোনো দিনই বলি না । আমি এ প্রসঙ্গই আনিনি ।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ