শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

সন্তান ‘হত্যার’ নির্মম গল্প

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
পুকুর থেকে দুই মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধারের মামলা তদন্ত করতে গিয়ে বেরিয়ে এসেছে ভয়ানক তথ্য। ওই শিশুর মা শিশুকে ঘুমন্ত অবস্থায় পুকুরে ফেলে হত্যা করে। ঘটনাস্থলে পাওয়া একটি চিরকুটের সূত্র ধরে খুনিকে সনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আদালতে সন্তান হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে পিবিআই জানায়।

গণমাধ্যমে পাঠানো এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিবিআই জানায়, নারায়নগঞ্জ জেলার বন্দর থানাধীন ১নং মাধবপাশা (কান্দিপাড়া) এলাকায় নানার বাড়িতে থাকা শিশু ইমাম হোসেনকে গত ১৯ এপ্রিল দিনগত রাত ১২টা থেকে পাওয়া যাচ্ছিলো না। এমন কথা জানিয়ে শিশুটির মা খাদিজা আক্তার পিংকি চিৎকার করতে থাকে। আশপাশের লোকজন ছুটে আসলে খাদিজা জানান, সে এবং তার ছেলে ইমাম হোসেন ঘুমিয়ে থাকা অবস্থায় কে বা কারা তার ছেলেকে চুরি করে নিয়ে যায়।

একপর্যায়ে ২১ এপ্রিল সকালে বাড়ির পাশের পুকুরে শিশুিকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ বিষয়ে শিশুর বাবা মোঃ রুবেল বাদী হয়ে নারায়নগঞ্জ বন্দার থানায় মামলা করেন।

মামলা তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় এক পর্যায়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের আবেদনের প্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে পিবিআই নারায়ণগঞ্জ জেলা মামলাটির তদন্তভার গ্রহন করে।

কাগজের টুকরার সূত্র ধরে খুনি শনাক্ত

তদন্তকালে ঘটনাস্থল থেকে সাত শব্দের একটি ছোট কাগজের টুকরা আলামত হিসেবে জব্দ করেন। জব্দকৃত কাগজে হাতে লেখা “বাচা গড়ে গড়ে চুরি করমু সাবথাব”। কাগজের টুকরার লেখার বিষয়ে সন্দেহভাজনদের হাতের লেখার নমুনা সংগ্রহ করে পর্যালোচনার এক পর্যায়ে ভিকটিমের মা খাদিজা আক্তার পিংকির হাতের লেখার সঙ্গে জব্দ লেখার মিলে যায়।

পিংকির হাতের লেখা আদালতের মাধ্যমে সংগ্রহ করা হয়। নমুনা হস্তলেখা বিশেষজ্ঞ দ্বারা তুলনামূলক পরীক্ষা করলে পিংকির লেখার সাথে মিলে যায়।

এরপর ৫ সেপ্টেম্বর রোববার পিংকিকে নারায়নগঞ্জ পিবিআই অফিসে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পিংকি সন্তান হত্যার কথা স্বীকার করে।

যে কারণে সন্তানকে হত্যা, যা জানালো ঘাতক মা

জিজ্ঞাসাবাদে পিংকি জানায়, তার স্বামী তাকে বার বার টাকার জন্য তাকে চাপ দিত। তার স্বামী চাইতো যে, পিংকি তাকে আয় করে টাকা দিবে এবং খাওয়াসহ সংসারের খরচ চালাবে। একপর্যায়ে বাবার বাড়িতে পিংকি চলে আসলে স্বামী কোন ভরন পোষন দিচ্ছিলেন না। এটা নিয়ে বাবার বাড়ির লোকজন পিংকিকে উপহাস করতছিলো। তাই সে মানসিক চাপ সহ্য করতে না পেরে ১৯ এপ্রিল দিনগত রাত সাড়ে ১২টার দিকে দুই মাস বয়সী ঘুমন্ত শিশু সন্তান ইমাম হোসেনকে কোলে নিয়ে ঘরের পাশের পুকুরে ফেলে দেয়।

পিবিআই জানায়, রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে নিজ দোষ স্বীকার করে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে পিংকি।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ