শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ঋণ পাচ্ছেন নিম্ন আয়ের মানুষ

spot_img
spot_img
spot_img

● ৫০০ কোটি টাকার তহবিল গঠন      ● একজন সর্বোচ্চ ৫ লাখ টাকা দেয়া হবে 

● কয়েকজন মিলে ঋণ নিলে ২০ লাখ পর্যন্ত  ● সুদের হার ৭%, জামানত লাগবে না

 ● ব্যাংকগুলো তহবিল থেকে টাকা নিয়ে ঋণ বিতরণ করবে

 

ক্র্যাবনিউজ ডেস্ক
করোনাভাইরাস মহামারীতে ক্ষতিগ্রস্ত চা বিক্রেতা-মুদি দোকানিসহ নিম্ন আয়ের মানুষ ব্যাংক থেকে ঋণ পাবেন।

স্বল্প পুঁজির উদ্যোক্তাসহ প্রান্তিক পর্যায়ের পেশাজীবীরা জামানত ছাড়াই এই ঋণ পাচ্ছেন। সুদ সর্বোচ্চ ৭ শতাংশ।

একজন গ্রাহক সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। তবে গ্রুপ ঋণের ক্ষেত্রে ২০ লাখ টাকা পর্যন্ত দেয়া হবে।

১০, ৫০ ও ১০০ টাকার ব্যাংক হিসাব খোলার সরকার যে উদ্যোগ নিয়েছিলো, ওই উদ্যাগের আওতায় ব্যাংক হিসাব খোলা প্রান্তিক, ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী এবং স্কুল ব্যাংকিং হিসাবধারী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা এই ঋণের আওতায় পড়বেন।

যাদের এই ব্যাংক হিসাব খোলা নেই, তারাও ঋণ পাবেন। তবে এ জন্য তাদের নতুন করে হিসাব খুলতে হবে।

এই ঋণ কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। তহবিলটির আকার হবে ৫০০ কোটি টাকা।

এই তহবিল থেকে ব্যাংকগুলো ১ শতাংশ সুদে টাকা নেবে। এরপর তারা গ্রাহকদের বিনা জামানতে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ দেবে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, এই ঋণ পাবেন ১০, ৫০ ও ১০০ টাকার ব্যাংক হিসাবধারী প্রান্তিক, ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী এবং স্কুল ব্যাংকিং হিসাবধারী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।

রোববার কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংকগুলো নিজস্ব শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, এমএফএস ব্যবহার করে এ ঋণ দিতে পারবে।

তবে সেবা মাশুল কোনোভাবেই কেন্দ্রীয় ব্যাংকের ঠিক করে দেওয়া হারের চেয়ে বেশি নেওয়া যাবে না।

 ● কাকে কত টাকা ঋণ দেয়া হবে

একজন গ্রাহক সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। তবে গ্রুপ ঋণের ক্ষেত্রে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে। এ ঋণ দিতে কোনো জামানত লাগবে না। অবশ্য ব্যক্তিগত গ্যারান্টি নেয়া যাবে। তিন লাখ টাকার বেশি ঋণে ক্রেডিট গ্যারান্টি স্কিমের সুবিধা নেয়া যাবে।

ব্যাংক নিজস্ব উৎস থেকে গ্যারান্টির টাকা দেবে, গ্রাহকের ওপর তা চাপানো যাবে না। ঋণের মেয়াদ হবে তিন বছর। তবে প্রথম ছয় মাস ঋণ পরিশোধে বিরতি থাকবে।

তহবিলের আকার বৃদ্ধি

এর আগে করোনার শুরুতে প্রান্তিক পর্যায়ের পেশাজীবীদের জন্য ২০০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছিল। তখন তহবিলটি থেকে ঋণ নিয়ে ব্যাংকগুলো ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থাগুলোকে দিত। আর ক্ষুদ্রঋণদাতা সংস্থাগুলো ৯ শতাংশ সুদে ঋণ দিত। এখন এই তহবিলের আকার বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছে। আর সুদের হার কমিয়ে ৭ শতাংশ করা হয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ