শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

‘উচ্চস্বরে’ কথা বলায় বরখাস্ত শিক্ষক, চাকরি ফিরয়ে দিলেন আদালত

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক

উচ্চ স্বরে কথা বলায় সম্প্রতি বরখাস্ত হন যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। অন্যায্য কারণে তাকে বরখাস্ত করা হয়েছে দাবি করে তিনি বিচার চেয়েছেন। বিচারে ওই শিক্ষকের জয় হয়েছে। একই সঙ্গে এক লাখ পাউন্ড দেওয়া হয়েছে তাকে। আজ বুধবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বিবিসি।

এমন ঘটনা ঘটেছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এক্সেটারের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. আন্নেটে প্লটের সঙ্গে। আন্নেটের বয়স ৬০ বছর। ৩০ বছর ধরে তিনি ওই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। সম্প্রতি গলার স্বর ‘অস্বাভাবিক বেশি হওয়ায়’ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আন্নেটে প্লট পিএইচডি শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ করেছেন, যার জন্য তাকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থী ও সহকর্মীদের সঙ্গে উচ্চবাচ্য করেছেন তিনি।

আন্নেটের পক্ষে দেয়া আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলেও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তর্জাতিক গণমাধ্যমকে জানানো হয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ