সোমবার | ২৩ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ইভ্যালির রাসেল-শামীমাকে ১০ দিন রিমান্ডে চায় পুলিশ

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) আদালতে নেয়া হয়েছে। আজ শুক্রবার দুপুর ২টায় তাদের আদালতে নেয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার এসআই ওহিদুল ইসলাম জানান, ‘দুই আসামীর ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছি।’

আদালত সূত্র জানায়, দুপুর সোয়া ২টায় সময় তাদের কোর্টের গারদখানায় নেয়া হয়।

গুলশান থানা সূত্রে জানা গেছে, রাসেল-শামীমাকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ।

শুক্রবার দুপুর ১টা ১০ মিনিটের র‍্যাবের একটি টিম ইভ্যালির সিইও মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিন গুলশান থানায় হস্তান্তর করে। এ সময় তাদের কাছ থেকে জব্দ হওয়া জিনিসপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্রও র‍্যাব পুলিশের কাছে জমা দিয়েছে।

গুলশান থানার দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে রাজধানীর মোহাম্মদপুর থেকে গতকাল তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের র‍্যাব সদরদফতর নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ইভ্যালির সিইও মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা হয়। আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক মামলাটি দায়ের করেন। মামলার নম্বর- ১৯।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ