শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ইন্ধনদাতাদের নাম জানা গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

শিগগির পূজামণ্ডপে সহিংসতায় ইন্ধনদাতাদের নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ।

তিনি জানান, কুমিল্লায় পূজামণ্ডপে সহিংসতার ঘটনায় ১০টি মামলা হয়েছে । যেখানে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে যারা ইন্ধনদাতাদের নাম বলেছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপে’ তিনি এ কথা বলেন ।

মন্ত্রী বলেন, ‘১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে আসামিরা ইন্ধনদাতাদের নাম জানিয়েছেন । তবে আমরা শতভাগ নিশ্চিত হয়ে তাদের নাম আপনাদের সামনে প্রকাশ করবো। সেখানে বিএনপি-জামায়াত আছে কি না সেটা এখনই বলতে চাচ্ছি না । আমরা নিশ্চিত হয়েই আপনাদের জানাতে চাই । গ্রেফতারদের জবানবন্দি নেওয়া হচ্ছে, শিগগির সেই ইন্ধনদাতাদের নাম প্রকাশ করা হবে ।

’স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, ‘এদেশ সবার, এদেশে ধর্ম নিয়ে কোনো বৈষম্য হবে না । এদেশ হবে ধর্মনিরপেক্ষ । আমরা সেই আদর্শ ধারণ করে চলেছি । আমি দেখেছি, হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান সবাই যার যার ধর্ম পালন করে আসছেন । কিন্তু, ইদানীং পূজামণ্ডপে সহিংসতা হচ্ছে । পূজামণ্ডপে কে বা কারা কোরআন শরিফ রেখে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে ।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ