শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ইউক্রেন সীমান্তে আরও রুশ সেনা

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
ইউক্রেন সীমান্তে বেশ কয়েকটি এলাকায় নতুন করে সেনা মোতায়েন করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান মাক্সার টেকনোলজিস এই দাবি করেছে। সম্প্রতি সেসব এলাকায় স্যাটেলাইটে ধারণ করা কিছু ছবি প্রকাশ করেছে তারা। খবর রয়টার্সের।

গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের কাছে সেনা মোতায়েন করছে রাশিয়া। শুরু থেকে এর ওপর নজর রেখে চলেছে মাক্সার। প্রতিষ্ঠানটি বলছে-ক্রিমিয়া, রাশিয়ার পশ্চিমাঞ্চল এবং বেলারুশের নানা স্থানে আরও রুশ সেনা মোতায়েন করা হয়েছে। ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া দখল করে রাশিয়া।

স্থানীয় সময় গত বুধবার এবং গতকাল বৃহস্পতিবার ছবিগুলো স্যাটেলাইটে ধারণ করা হয়। তবে পৃথক করে ছবিগুলোর সত্যতা যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।

মাক্সারের দাবি, ক্রিমিয়ার সিমফেরোপল শহরের উত্তরে অকতায়েবরোস্কয়ে বিমানঘাঁটিতে বিপুল রুশ সেনা মোতায়েন করা হয়েছে। সেখানে সাড়ে ৫০০ সেনা তাবু এবং শত শত গাড়ি দেখা গেছে।

মার্কিন প্রতিষ্ঠানটি বলছে, ক্রিমিয়ার নোভুজেরনোয়ের কাছে নতুন সেনা ও সরঞ্জাম পৌঁছানো হয়েছে। উত্তর–পশ্চিম উপকূলীয় এলাকা স্লাভনে শহরের কাছেও আরও সেনার উপস্থিতি দেখা গেছে।

ইতোমধ্যে বেলারুশের একটি স্থানে যৌথ মহড়া চালাচ্ছে রাশিয়া। সেখানেও নতুন রুশ সেনা শনাক্ত হয়েছে। গোমেলের কাছে জিয়াব্রোভকা বিমানঘাঁটিতে সামরিক যান ও হেলিকপ্টার রয়েছে।

তবে এখন পর্যন্ত কত সেনা মোতায়েন করেছে তা জানায়নি রাশিয়া। মস্কো জানাচ্ছে, নিজ ভূখণ্ডে যেখানে ইচ্ছা, সেখানে সেনা মোতায়েন করতে পারে তারা। এতে বহির্বিশ্বের জন্য কোনো হুমকি সৃষ্টি না হলেই হলো।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ