শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

আলোচনা ব্যর্থ হলে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ বাঁধার শঙ্কা

spot_img
spot_img
spot_img

আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন চলছে। চলছে আলোচনাও। মধ্যস্থতাকারী দেশ হিসেবে যুদ্ধ বা সংঘাত বন্ধে এগিয়ে আসা দেশগুলোর তৎপরতা-বৈঠকও চলছে। তবে সমঝোতার আলোচনা যদি ব্যর্থ হয়- সেক্ষেত্রে কোন দিকে যাবে পরিস্থিতি- সেটি বড় ভাবনার বলে মনে করছেনর বিশ্লেষকরা।

এদিকে চলমান রুশ আগ্রাসন বন্ধে আলোচনা ব্যর্থ হলে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ বেঁধে যেতে পারে বলে আশঙ্কা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

গতকাল রোববার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

জেলেনস্কি সিএনএনকে বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছি। তবে আলোচনা ব্যর্থ হলে যুদ্ধ আরও বড় পরিসরে শুরু হয়ে যেতে পারে।’

সিএনএন’র বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তিনি মনে করেন—আলোচনার মাধ্যমে রুশ আগ্রাসনের সমাপ্তি না হলে এর মানে দাঁড়াবে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’।

তিনি আরও মনে করেন, আলোচনাই যুদ্ধ বন্ধের একমাত্র পথ।

জেলেনস্কি বলেন, ‘আলোচনার সম্ভাবনা তৈরিতে সব সুযোগ ও কৌশল কাজে লাগাতে হবে।’

পাশাপাশি, তিনি রাশিয়ার সমর্থনে স্বাধীন হয়ে যাওয়া অঞ্চলগুলো নিয়ে কোনো সমঝোতার সম্ভাবনাকে নাকচ করে দেন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, জেলেনস্কি সিএনএন’কে বলেছেন, ‘আমরা যদি ন্যাটোর সদস্য হতাম তাহলে যুদ্ধই শুরু হতো না।’

তিনি আরও বলেন, ‘সময় মতো ন্যাটো ইউক্রেনকে সদস্য করে নিলে রাশিয়াকে প্রতিরোধ করা যেত।’

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ