শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

আরও দুই সপ্তাহ বাড়ছে স্কুল-কলেজের ছুটি 

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস মহামারি পরিস্থিতিতে দেশের স্কুল-কলেজের ছুটি আরও দুই সপ্তাহ বাড়ানো হচ্ছে। বুধবার (২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানিয়েছেন। গণমাধ্যমকে শিক্ষামন্ত্রী বলেন, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। যেহেতু সংক্রমণের হার এখনো প্রায় ৩০ শতাংশ, তাই জাতীয় পরামর্শক কমিটি আরও কিছুদিন দেখার পক্ষে মত দিয়েছেন। আমরা নিয়মিত অবস্থা পর্যালোচনা করছি।

ছুটি বাড়ানোর বিষয়ে শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে একই তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের। তিনি গণমাধ্যমকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ছে, এটি নিশ্চিত। সম্ভবত দুই সপ্তাহের জন্যই ছুটি বাড়বে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে সেটি সবাইকে জানিয়ে দেওয়া হবে। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সময়সীমা বাড়ানোর বিষয়টি নিশ্চিত। সেটি দুই সপ্তাহের বদলে এক সপ্তাহও হতে পারে। তবে আপাতত আরও দুই সপ্তাহ স্কুল-কলেজ বন্ধ রাখা হবে— এমন ইঙ্গিতই তারা পেয়েছেন বলে জানিয়েছেন।

এর আগে গত ২১ জানুয়ারি করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই সপ্তাহের জন্য সব ধরনের স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। ওই সিদ্ধান্ত অনুযায়ী ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রয়েছে। এবার ৬ ফেব্রুয়ারি থেকে আরও দুই সপ্তাহের জন্য স্কুল-কলেজ বন্ধ হতে যাচ্ছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ