শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

আমন ক্ষেতে পোকার আক্রমন, ঔষধে কাজ হচ্ছে না

spot_img
spot_img
spot_img

কুড়িগ্রাম প্রতিনিধি
চিলমারীতে আমন ক্ষেতে ছাত্রা পোকার ব্যাপক আক্রমনে কৃষক দিশেহারা হয়ে পড়েছে। সংক্রমন দ্রুত ছড়িয়ে পড়ছে। ঔষধ প্রয়োগেও কাজে আসছে না। এমন পরিস্থিতিতে সংক্রমিত চারা তুলে ফেলার পরামর্শ দিয়েছে স্থানীয় কৃষি অফিস।

ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, দ্বিতীয় দফা বন্যায় গোটা উপজেলায় আমন খেতে ব্যাপক ক্ষতি হয়। পরবর্তী সময়ে কৃষকরা ঋন করে চড়া মূল্যে আমন চারা সংগ্রহের পর রোপন করেন। কিন্তু পোকার আক্রমনে ধান গাছগুলো লালচে বর্ণ হয়ে মরে যাচ্ছে। এতে কৃষকরা হতাশ হয়ে পড়েছেন।

মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, থানাহাট ইউনিয়নের গাবেরতল এলাকার কৃষক গোলজার হোসেনের জমির আমন খেত পোকার আক্রমনে পুরোটাই নষ্ট হয়ে গেছে। সংক্রমন দ্রুত ছড়িয়ে পড়ে কৃষক আনছার আলীর ২১শতাংশ, মমিন মিয়ার ২৭ শতাংশ, জয়দুল হকের ৭ শতাংশ, বেলাল হকের ১২ শতাংশ, আশরাফুল হকের ১৮ শতাংশ, ধলা মিয়ার ২৭ শতাংশ, আমিন উদ্দিনের ১৮ শতাংশ জমিতে তাকা আমন খেত নষ্ট হয়ে গেছে।

গোলজার হোসেন জানান, প্রথম দফা বন্যার পর আমন খেত রোপন করি। দ্বিতীয় দফায় বন্যায় আমন খেত বিনষ্ট হবার পর সুদের টাকা নিয়ে আমন চারা ক্রয় করে আবারো রোপন করি। পোকার আক্রমন দেখা দিলে কৃষি অফিসের পরামর্শক্রমে ঔষধ প্রয়োগ করি। এতে কোন প্রকার কাজ না হওয়ায় আবারও ঔষধ পরিবর্তন করে প্রয়োগের পরামর্শ দেয়। এতেও কোন প্রকার কাজ না হওয়া পুরো জমির খেত নষ্ট হয়ে যায়। ঐ এলাকার কৃষক জয়দুল, মমিন, আনছার আলী একই কথা বলেন।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কুমার প্রনয় বিষান দাস জানান, কৃষককে সপছিন, মিপছিন, ইমিটেব জাতীয় ঔষধ প্রয়োগের পরামর্শ দেওয়া হয়েছিল কিন্তু তা না করে অন্য ঔষধ প্রয়োগ করায় ফলাফল পাওয়া যায়নি। কৃষকদেরকে সংক্রমিত চারা তুলে ফেলার জন্য পরামর্শ প্রদান করা হয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ