শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

আবার হাসপাতালে ভর্তি মাহাথির

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। শনিবার তার একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সিএনএ’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ওই মুখপাত্র জানান, ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের কার্ডিয়াক কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে মাহাথির মোহাম্মদকে। তবে মাহাথির কী ধরনের অসুস্থতায় ভুগছেন সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।

এ নিয়ে চলতি মাসে দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি করা হলো তাকে। এর আগে গত ৯ জানুয়ারি মাহাথির মোহাম্মদকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। তখন একটি সফল অস্ত্রোপচারের পর গত সপ্তাহে বাসায় ফেরেন তিনি। সে সময় এক বিবৃতিতে জানানো হয়, সাবেক এই প্রধানমন্ত্রীর শরীরে ‘ইলেক্টিভ মেডিকেল প্রসিডিউর’ সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট বলেছে, অপ্রত্যাশিত কোনো ঘটনা ছাড়াই অস্ত্রোপচারটি সফল হয়।

প্রসঙ্গত, মাহাথিরের হার্টের পুরোনো সমস্যা রয়েছে। গত বছরের ১৬ ডিসেম্বর হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তখন এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নেয়ার পর ছাড়া পান তিনি।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ