শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

আদালতে তৈমুর

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার তার গ্রেপ্তার নেতা–কর্মীদের জামিনের আবেদন নিয়ে আজ সোমবার আদালতে যান। তিনি আজ সকালে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ক-অঞ্চল) নুরুন্নাহারের আদালতে জামিন শুনানি করেন।

এ সময় আদালত প্রাঙ্গণে তৈমুর আলম খন্দকারের সঙ্গে গ্রেপ্তার নেতা-কর্মীদের স্বজনেরা উপস্থিত ছিলেন। নির্বাচনের আগ থেকে তিনি অভিযোগ করে আসছিলেন, তার দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে।

এ বিষয়ে তৈমুর আলম খন্দকার বলেন, নির্বাচনের আগ থেকে পুলিশ তার দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করে আসছে। ভোটের দুই দিন আগে ১৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। ভোটের আগের দিন রাতে তার বাড়ি থেকে যাওয়ার পথে পুলিশ আরও ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। তাদের হেফাজতে ইসলামের গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

তৈমুর আলম খন্দকার বলেন, ‘আদালতে শুনানিতে বলেছি, এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের চেহারা উন্মোচিত হয়েছে। আমি যদি নির্বাচনে অংশ নিয়ে কোনো ভুল করে থাকি, তাহলে আমার দুজন গাড়িচালকসহ যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মুক্তি দেওয়া হোক, আমাকে গ্রেপ্তার করা হোক।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, জামিন শুনানি হয়েছে। আদালত আদেশের জন্য রেখেছেন।

গত ১৪ ডিসেম্বর তৈমুরের সমর্থক মমতাজ মিয়া (৩৫), মো. জামাল (৪৯), আহসান হোসেন (৩৯), মনির হোসেন (৩৮), আহসান উল্লাহ্ (৪৮), কাজী জসীম উদ্দিন (৪০), বোরহান উদ্দিন (৪৫), আবু তাহের (৫২) ও জয়দেব চন্দ্রকে (৪৮) গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজতের মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত শনিবার জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) হাসানুজ্জামান ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ