শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

আত্মসমর্পণের পর ‘ছাত্র অধিকার’ নেতা মামুন কারাগারে

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
ধর্ষণের অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর করা মামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক আহবায়ক হাসান আল মামুনকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এ আদেশ দেন।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আলী আকবর বলেন, ধর্ষণ মামলার আসামি হাসান আল মামুনের বিরুদ্ধে আগেই অভিযোগপত্র দিয়েছে পুলিশ। তবে তিনি পলাতক ছিলেন। আজ তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত বছরের ২২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী ডাকসুর সাবেক ভিপি নুরুল হক, ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে মামলা করেন।

রাজধানীর লালবাগ থানায় করা মামলাটি তদন্ত করে গত ১৭ জুন নুরুল হকসহ পাঁচজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করে পুলিশ। তবে হাসান আল মামুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

ওই শিক্ষার্থীর অভিযোগ, আসামি হাসান আল মামুন বিয়ের আশ্বাস দিয়ে তাকে ধর্ষণ করেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ