শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

আওয়ামী লীগের সভায় চেয়ার ছোড়াছুড়ি, সংঘর্ষ

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
রাজশাহীর তানোরে আওয়ামী লীগের বর্ধিত সভায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সামনের সারিতে বসা নিয়ে তর্কের জের ধরে চেয়ার ছোড়াছুড়ির পর তা সংঘর্ষে রূপ নেয়।
শুক্রবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুনরায় সভা শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকেদর বলেছেন, তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ষিত সভা শুরু হয় বিকেল ৫টার দিকে। জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা সেখানে বক্তব্য দেন। তবে মঞ্চের সামনের সারিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনকে বসতে দেননি স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর অনুসারীরা।

ওই বিষয়টি নিয়ে মামুনের সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সভাস্থলে চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। বাইরে শুরু হয় ইট পাটকেল নিক্ষেপ। এ সময় জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা পালিয়ে মিলনায়তনের পাশের বাড়িতে আশ্রয় নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগামী ১১ নভেম্বর রাজশাহীর তানোরে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে শুক্রবার বিকেলে দলীয় মনোনয়ন প্রত্যাশীদেরকে নিয়ে বর্ধিত সভার আয়োজন করা হয়। তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে ছাড়াই এই বর্ধিত সভার আয়োজন করে এমপির অনুসারীরা।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ