শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

অস্ট্রেলিয়ায় লকডাউন বিরোধী বিক্ষোভ, আড়াই শতাধিক গ্রেপ্তার

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
অস্ট্রেলিয়ার বৃহত্তম দুটি নগরীতে শনিবার লকডাউন বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে আড়াই শতাধিক লোককে। তাদের বিরুদ্ধে পুলিশের উপর হামলার অভিযোগ আনা হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ‘পিপার স্প্রে’ ব্যবহার করেছে। এই স্প্রে শরীরে পড়লে প্রচন্ড জ্বালাপোড়া শুরু হয়ে থাকে। সংঘর্ষে ৭ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
প্রসঙ্গত, ২০১৩ সালে বিএনপির আন্দোলনের সময় বাংলাদেশ পুলিশ পিপার স্প্রে ব্যবহার করেছিলো। ব্যাপক বিতর্ক ওঠে এ নিয়ে। তখন ঢাকা মহানগর পুলিশের কমিশনার ছিলেন বর্তমান আইজিপি ড.বেনজীর আহমেদ। সেই থেকে এ পর্যন্ত বাংলাদেশে আর পিপার স্প্রে ব্যবহার করেনি পুলিশ।
প্রভাবশারী দৈনিক ডেইলি নিউজ জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে অন্তত ২০০ জনকে ৩ হাজার ৮৫০ ডলার করে জরিমানা করা হয়েছে।
ডেল্টা ভেরিয়ান্ট ঠেকানোর প্রচেষ্টা হিসাবে সিডনিতে লকডাউনের মেয়াদ অন্তত সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করার ঘোষণার পরদিন নিউ সাউথ ওয়েলস’র সিডনি রাজ্যে দেশের মধ্যে রেকর্ড সর্বোচ্চ ৮২৫ জন করোনা আক্রান্ত হয়েছে।
নিউ সাউথ ওয়েলস’র প্রধানমন্ত্রী গ্লাডিস বেরিকেল মিডিয়াকে বলেন, “আমরা যতোই কঠোর পরিশ্রম করিনা কেন, ৯৯ শতাংশ মানুষ যদি বিধিনিষেধ মেনে না চলে তাহলে ডেল্টা ভেরিয়েন্ট কেউ রোধ করতে পারবে না।
তিনি বলেন, “আমাদের স্বাধীন জীবন যাপনের সর্বোত্তম উপায় হলো টিকা প্রদান নিশ্চিত করা।”

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ