শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

অলিম্পিক উদ্বোধন অনুষ্ঠান ছোট পরিসরে

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
মহামারি করোনাভাইরাসের কারণে বেইজিং শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের পরিসর কমিয়েছে চীন। দেশটির চলচ্চিত্র পরিচালক ঝাং ইমু বলেছেন, উদ্বোধনী অনুষ্ঠানটি রাজধানীতে অনুষ্ঠিত ২০০৮ সালের গ্রীষ্মকালীন গেমসের তুলনায় অনেক ছোট হবে।

ঝাং ইমু গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের প্রধান পরিচালক নিযুক্ত। তিনি বলেছেন, বার্ডস নেস্ট নামে পরিচিত জাতীয় স্টেডিয়ামে ৪ ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ৩ হাজার অনুষ্ঠান পরিবেশনকারী উপস্থিত থাকবেন এবং ১০০ মিনিটেরও কম সময় চলবে। ২০০৮ সালের তুলনায় অভিনয়শিল্পীর সংখ্যা এক-পঞ্চমাংশ এবং অনুষ্ঠানের ব্যাপ্তিও অর্ধেকের কম।

এনএইচকে ওয়ার্ল্ড জানিয়েছে, অলিম্পিকের এক মাসেরও কম সময় বাকি আছে। এর মধ্যেই বেইজিং সংলগ্ন তিয়ানজিন শহরে এবং হেনান প্রদেশে ওমিক্রন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

২০০৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক চীনকে বিশ্ব মঞ্চে ‘কামিং আউট পার্টি’ হিসেবে তুলে ধরেছিল। অথচ বেইজিং অলিম্পিক করোনাভাইরাসের মধ্যে কঠোর শিডিউলের মধ্য দিয়ে আয়োজন করা হবে, যা আয়োজক ও পরিবেশকদের বিচ্ছিন্ন করে ফেলবে। সূত্র : এএনআই

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ