শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

অরক্ষিত রেল ক্রসিং কাল হলো মা-মেয়ের

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

নেত্রকোনায় মাইকের শব্দে ট্রেনের হুইসেল শুনতে না পেয়ে ট্রেনের নিচে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। নির্বাচনী প্রচারণা চলাকালীন মাইকের তীব্র শব্দে ট্রেনের হুইসেল শুনতে না পাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের স্বজনরা জানান ।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকালে সদর উপজেলার মোবারকপুর এলাকা থেকে নিজ গ্রামে আসছিলেন হাজেরা খাতুন । মাকে এগিয়ে দিতে মেয়েও রেললাইনের পাশ দিয়েই হাঁটছিলেন । ওই সময় সতরশ্রী এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা চলন্ত ট্রেন তাঁদের ধাক্কা দেয় । ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয় । অরক্ষিত রেল ক্রসিং এলাকায় গেটম্যান না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশের সহকারি উপপরিদর্শক সাইফুল ইসলাম গণমাধ্যকে বলেন, অরক্ষিত রেল ক্রসিংগুলোতে গেটম্যান দেওয়ার কথা ইতিপূর্বে রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে । ট্রেন দুর্ঘটনা এড়াতে রেললাইন পারাপারে সতর্ক হওয়ার আহ্বান পুলিশের । এই দুর্ঘটনায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে নেত্রকোনার বারহাট্টা উপজেলার ছিচড়াকান্দা গ্রামের পরিবেশ ।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ