বুধবার | ৩০ অক্টোবর ২০২৪
Cambrian

অধ্যক্ষের ৫ টুকরা লাশ উদ্ধার, মাথারও খোঁজ মিলেছে

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
নিখোঁজ অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মনের ৫টুকরা লাশ উদ্ধার করেছে র‍্যাব। মাথার সন্ধানে উত্তরার আরেকটি ডোবায় অভিযান চালানো হচ্ছে। অধ্যক্ষকে মোট ৬ টুকরা করা হয়েছে। নিখোঁজ অধ্যক্ষের ভাইয়ের বন্ধু সাহস রায় দুপুর ২টা ৩১ মিনিটে এ প্রতিবেদককে হোয়াটসঅ্যাপে এ তথ্য জানিয়েছেন। তিনিও ওই অভিযানে র‍্যাবের সঙ্গে রয়েছেন।
উদ্ধার করা মৃতদেহের টুকরার বর্ণনা করতে গিয়ে সাহস রায় জানান, পা দুটি আলাদা করে কেটে দুই টুকরা করা হয়েছে। হাত দুটিও একই ভাবে দুই টুকরা করে কেটে ফেলা হয়েছে। মাথাহীন শরীরটা আরেক টুকরা করা হয়েছে। আর মাথাটা আরেক টুকরা করে আরেকটি ডোবায় ফেলা হয়েছে।
তিনি বলেন, মুরগী জবাইয়ের পর যেভাবে রান দুটি ও শরীরের অন্য অঙ্গ-প্রতঙ্গ বিচ্ছন্ন করা হয়, সেভাবে করা হয়েছে।

প্রসঙ্গত, সাভারের রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের নিখোঁজ অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণের (৩৬) লাশের খোঁজে অভিযান সোমবার সকাল থেকে অভিযান মুরু করে র‍্যাব। এ ঘটনায় জড়িত তিনজনকে আটকের পর তারা অধ্যক্ষকে হত্যার পর লাশ টুকরা টুকরা করে স্কুলের মাঠে পুঁতে রেখেছে বলে র‍্যাবের কাছে তারা তথ্য দেন।
নিখোঁজ এই অধ্যক্ষের সন্ধান চেয়ে কয়েকদিন আগে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে (ক্যাব) সংবাদ সম্মেলন করেছিলেন তার ভাই। ‘আমার ভাইয়ের খোঁজ দিন আমরা বড় অসহায়’- শিরোনামে এ বিষয়ে ক্র্যাবনিউজ- এ সংবাদ প্রকাশিত হয়।
এদিকে লাশের সন্ধানে তল্লাশি চালানোর বিষয়ে র‍্যাব বলছে, স্কুলের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে খুন করা হয়। মিন্টুর এক সহকর্মীসহ র‍্যাবের হাতে আটক তিনজনও র‍্যাবের অভিযান দলের সঙ্গে রয়েছেন।
র‍্যাব বলছে, মিন্টু বর্মণকে হত্যার পর লাশ ছয় টুকরা করে স্কুলের মাঠে পুঁতে ফেলা হয়। দেহ থেকে মিন্টুর মাথা বিচ্ছিন্ন করে উত্তরায় একটি ডোবায় ফেলা দেওয়া হয়। ২৮ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।
র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে আজ সোমবার সকালে এক খুদে বার্তায় সাংবাদিকদের অভিযান চালানোর তথ্য জানানো হয়। র‍্যাব জানিয়েছে, বেলা সাড়ে ১১টার দিকে সাভারের রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ এলাকায় মিন্টু বর্মণের লাশ উদ্ধারে অভিযান শুরু করেছে।
মিন্টু চন্দ্র বর্মণ সাত বছর ধরে আশুলিয়ার জামগড়া এলাকায় বসবাস করতেন। তিনি সেখানকার আমিন মডেল টাউন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করতেন। দুই বছর আগে (২০১৯ সাল) মিন্টু চন্দ্র বর্মণসহ চারজন মিলে জামগড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়েন। অন্য তিন সহপ্রতিষ্ঠাতা হলেন রবিউল ইসলাম, মোতালেব ও শামসুজ্জামান। মিন্টু চন্দ্র বর্মণ ছিলেন এর অধ্যক্ষ। গত ১৩ জুলাই থেকে তাঁর সন্ধান মিলছিল না।
র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন প্রথম আলোকে বলেন, যাঁদের আটক করা হয়েছে, তাঁদের ভাষ্যমতে, স্কুলের শ্রেণিকক্ষেই মিন্টু বর্মণকে কুপিয়ে খুন করা হয়। লাশ ছয় টুকরা করে স্কুলের মাঠেই পুঁতে ফেলা হয়। এরপর বিচ্ছিন্ন মাথা ফেলা হয় দক্ষিণখানের আশকোনা এলাকায়। আটক সবাই খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ